
National IQ Olympiad Season - 1
শুরু হয়ে গিয়েছে "ওয়ান ওয়ে স্কুল" এর আয়োজনে বাংলাদেশের সবচেয়ে বড় অলিম্পিয়াড "ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াড সিজন-১"।
রেজিষ্ট্রেশন ফি - ১৫০ টাকা মাত্র (সকল ক্যাটাগরীর জন্য)
অংশগ্রহণকারী সকলের জন্যেই থাকছে -
১) প্রিমিয়াম সব কোর্স (সম্পূর্ণ ফ্রী)
২) ই-সার্টিফিকেট (প্রতিটি রাউন্ড শেষে)
৩) ই-অ্যাডমিট কার্ড
৪) প্রিন্টেড সার্টিফিকেট (সেমি ফাইনাল)
৫) ফ্রেমসহ সার্টিফিকেট (ফাইনাল রাউন্ড)
৬) চাকরির সুযোগ (শর্তসাপেক্ষে)
৭) ইন্টার্নশিপের সুযোগ (শর্তসাপেক্ষে)
৮) উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ
৯) ওয়ার্কশপ ও সেমিনার (অনলাইন)
১০) প্যাসিভ ইনকামের সুযোগ
বিজয়ীদের জন্য থাকছে -
৫ লক্ষ টাকার সমমূল্যের পুরস্কার:
১) চ্যাম্পিয়ন - ২.৫ লক্ষ টাকার সমমূল্যের পুরষ্কার
১ম রানার আপ - ১.৫ লক্ষ টাকার সমমূল্যের পুরষ্কার
২য় রানার আপ - ১ লক্ষ টাকার সমমূল্যের পুরষ্কার
২) ট্রফি
৩) মেডেল
৪) ফ্রেমসহ সম্মাননাপত্র
৫) স্টাডি ট্যূর
ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াড সিজন-১ এর রাউন্ডসমূহ:
১) ন্যাশনাল রাউন্ড
২) সেমি ফাইনাল রাউন্ড
৩) ফাইনাল রাউন্ড
সম্ভাব্য সময়সূচী:
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু: ১ মে ২০২৫
ক্লাস ও মডেল টেস্ট: আগস্ট ও সেপ্টেম্বর
অলিম্পিয়াড (মূল পরীক্ষা কার্যক্রম): অক্টোবর ও নভেম্বর
শিক্ষা সফর (বিজয়ী ও সেরা টিমের জন্য প্রযোজ্য): ডিসেম্বর
বি.দ্র: কোনো নির্দিষ্ট জরুরী কারণবশত উক্ত সময়সূচীর পরিবর্তন আনয়নে কর্তৃপক্ষ সম্পূর্ণ অধিকার রাখেন।
এমতাবস্থায় সকল সংশোধন যথাসময়ে যথারীতি জানিয়ে দেয়া হবে।
বিজয়ের পথে গমনের জন্য অগ্রীম শুভেচ্ছা!
আপনার বুদ্ধিমত্তা-ই, আপনার জয়ের পথ উন্মোচনকারী!
১) রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর কোনো প্রকার টাকা রিফান্ড বা রেজিস্ট্রেশন বাতিলযোগ্য নয়।
২) প্রদত্ত তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে রেজিস্ট্রেশন অবৈধ বলে গণ্য হবে।
৩) পরীক্ষায় নির্ধারিত সময়ে অংশগ্রহণ না করলে, পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
Ticket details & price
Event Organizer
Payment Methods

